রাজশাহী ও যশোরে ২ প্রশ্নফাঁসকারী আটক

প্রকাশিতঃ 4:13 pm | February 10, 2018

কালের আলো ডেস্ক:

এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে মোবাইলফোনে পরীক্ষার প্রশ্ন দেখানোর সময়ে রাজশাহী ও যশোরে দুই কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাজশাহী বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ ও যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ কথা জানান।

আটক রাবেয়া ইসলাম রিয়া রাজশাহী নগরীর শাহ মখদুম এলাকার আমিনুল ইসলামের মেয়ে। রাজশাহী সিটি কলেজে স্নাতক (গণিত) প্রথম বর্ষের ছাত্রী। এদিকে মনিরুজ্জামান যশোর সরকারি এমএম কলেজের মাস্টার্সের ছাত্র ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ধোপাদী গ্রামের সানাউল্লাহর ছেলে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, সকালে পরীক্ষা শুরুর আগে শহরের পিএন বালিকা বিদ্যালয়ের সামনে ওই ছাত্রী পরীক্ষার্থী ও অভিভাবকদের এসএসসি পরীক্ষার প্রশ্ন দেখাছিলেন তার মোবাইলফোনে। এ সময় কয়েকজন অভিভাবক তাকে ধরে পুলিশে দেয়। আটক কলেজছাত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, সকাল পোনে দশটার দিকে এ যুবক জিলা স্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে তার মোবাইল ফোনে অভিভাবকদের গণিত বিষয়ের প্রশ্ন দেখাচ্ছিল। এসময় অভিভাবকরা তাকে আটক করে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করে।