শহরে বস্তিবাসী বেশি বরিশাল ও ময়মনসিংহের
প্রকাশিতঃ 9:10 pm | March 24, 2024
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
দেশের শহরাঞ্চলের বস্তিগুলোতে মোট বসবাসকারী জনসংখ্যার প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষ বরিশালের। এর পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ। বস্তিতে বসবাসকারী ময়মনসিংহের মানুষ রয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ।
রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদরদপ্তর অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ এর ফলাফলে এ তথ্য তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও পরিসংখ্যান অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু। প্রতিবেদনে জনজীবনের দৈনন্দিন নানা চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্য জেলা থেকে এসে বস্তিতে বসবাসকারী শীর্ষ জেলা পাঁচটি। এছাড়া শহরাঞ্চলে বসবাসকারী জনসংখ্যার মধ্যে কিশোরগঞ্জের ৭ দশমিক ৮২, কুমিল্লার ৬ দশমিক ৫২ এবং নেত্রকোনা জেলার জনসংখ্যা রয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ।
দারিদ্র্য ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণেই মূলত দেশের পাঁচ জেলার মানুষ বেশি হারে শহরের বস্তিতে বসবাস করছে বলে বিবিএস প্রতিবেদনে উঠে এসেছে।
কালের আলো/এমএএইচ/এসবি