সেনা মালঞ্চে জাতির সূর্য সন্তানদের মিলনমেলা, গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ
প্রকাশিতঃ 9:53 pm | March 21, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
আপোসহীন ও রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করা দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরই পবিত্র মাহে রমজানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করে। এবারো এই আয়োজনটি কার্যত স্বাধীনতার সূর্য ছিনিয়ে নিয়ে আসা জাতির বীর সন্তানদের এক মিলনমেলায় রূপ নেয়।
এ মিলনমেলায় মুক্তিযুদ্ধের সুমহান চেতনার আলোয় উদ্ভাসিত হয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পথ ধরেই আলোকিত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের পানসিতে চড়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় পথচলার অমিয় বাণীই উচ্চারণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনা মালঞ্চে অনন্য এই মিলন মোহনায় সেনাবাহিনী প্রধান বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বাঙালি জাতির মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা দেশের তরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
তিনি আরও স্মরণ করেন ত্রিশ লক্ষ শহিদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে আছি। এছাড়াও, তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদের দেশপ্রেম ও বীরত্ব স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে বলে উল্লেখ করেন।
ইফতার মাহফিলের অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল যুবায়ের সালেহীনসহ উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ইফতার মাহফিলে তিন শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেই জাতির সূর্য সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেনাপ্রধান তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখেই কথা শুনেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কালের আলো/এমএএএমকে