৪৮ টাকার কমে চাল নেই বাজারে
প্রকাশিতঃ 4:16 pm | February 16, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাজারে এক কেজি চাল সর্বনিম্ন দামে কিনতেও ক্রেতাকে গুনতে হচ্ছে ৪৮ টাকা। বেশ মোটা জাতের এই চালের ক্রেতাও সামান্য কিছু মানুষ। মাঝারি আকারের চাল কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে অন্তত ৫৫ টাকা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে চালের দামের এই চিত্র দেখা গেছে।
নগরীর মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারে সর্বোচ্চ মোটা চাল স্বর্ণা। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫৫ টাকা হারে। এ বাজারে এর চাইতে কম দামে চাল দেখা যায়নি।
একই চিত্র টাউন হল বাজারে। ঢাকার এই বাজারের বিক্রেতাদের ভাষ্য, আটাশ ও মিনিকেট চালের চাহিদা বেশি।
বাজারটিতে আটাশ চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। প্রতি কেজি মিনিকেট চালের দাম ৬৮ থেকে ৭২ টাকা।
নগরির বাসিন্দাদের একটা অংশ এর চাইতেও কমে চাল খোঁজেন। আয় কম, ব্যয়ের লাগাম টানতে যাওয়া ক্রেতাদের জন্যও দোকানিদের যেন বিশেষ কিছু করার নেই। তবে নগরীর অনুন্নত এলাকায় মিলছে কম দামের চাল।
মোহাম্মদপুরের পশ্চিমে ঢাকা উদ্যান এলাকায় দেখা মিলেছে ৪৮ টাকা কেজি দরের চাল। হাজী জয়নাল আবেদিন মার্কেটের চালের বাজারে এক দোকানি জানালেন ৪৮ টাকা কেজি দরে চাল বিক্রি করছেন তিনি।
সেবা রাইন্স এজেন্সি নামের চাল দোকানের মালিক শরিফ আহমেদ জানান, তার কাছে এটাই সর্বনিম্ন দামের চাল। কেজি ৪৮ টাকা।
এই চালের নাম জানতে চাইলে বিক্রেতা বলেন, মোটা চাল। আলাদা কোনো নাম নাই।
বাজারটিতে এই চালের তুলনায় সামান্য সরু চালের মধ্যে রয়েছে পাইজাম। কেজি ৫৩ টাকা। স্বর্ণা ৫০ টাকা।
মাঝারি আকারের চালের মধ্যে আটাশ বিক্রি হচ্ছে ৫৩ থেকে ৫৫ টাকা কেজি দরে।
সরু চালের মধ্যে মিনিকেট বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা কেজি দরে। নাজিরসাইল চালের কেজি ৬৫ থেকে ৭০ টাকা পর্যন্ত।
কালের আলো/এমএইচ/এসবি