রান্না-প্লাস্টিকের আসবাবপত্র বিক্রি করে বিলিয়নিয়ারের ক্লাবে
প্রকাশিতঃ 4:57 pm | November 14, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ভারতের ধনকুবেরদের তালিকায় এবার নতুন নাম প্রদীপ রাঠোর। তার নামকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন মহলে। তিনি সেলো ওয়ার্ল্ডের চেয়ারম্যান। নানা ধরনের বাসনপত্র তৈরির জন্য পরিচিত নাম সেলো। তার ৪৪ শতাংশ শেয়ারের দাম এখন এক বিলিয়ন মার্কিন ডলার।
সেলো ওয়ার্ল্ড সাধারণত তিন ধরনের সামগ্রী বিক্রি করে। সেগুলো হলো রান্নাঘরের সামগ্রী, লেখার জিনিস আর আসবাবপত্র।
১৯৭৪ সালে ঘিষুলাল রাঠোর এই কোম্পানি তৈরি করেছিলেন। সেই মুম্বাইতে রান্নাঘরের সামগ্রী তৈরির জন্য খোলা হয়েছিল এই কোম্পানি। পরে তারা নানা ধরনের সামগ্রী তৈরি শুরু করে।
২০১৭ সালে সেলো তাদের ব্যবসা ক্রমেই বাড়াতে থাকে। সেলোর বর্তমানে ১৩টি কারখানা রয়েছে। দমন, হরিদ্বার, বাড্ডি, চেন্নাই, কলকাতাতে তাদের ইউনিট রয়েছে। রাজস্থানে কাঁচের জিনিসপত্র তৈরির ইউনিট খোলার পরিকল্পনা রয়েছে।
সেলোর নেট লাভ ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের আর্থিক বছরে লাভ ছিল ২১৯ দশমিক ৫২ কোটি। সেটা ২০২৩ আর্থিক বছরে বেড়ে হয়েছে ২৮৫ কোটি রুপি।
প্লাস্টিক আর থার্মোওয়ার তৈরিতে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে প্রদীপ রাঠোরের। তিনি সেলো ওয়ার্ল্ডের ডিরেক্টর। তার ছেলে গৌরব ও ভাই পঙ্কজ এই ব্যবসার যৌথভাবে এমডি পদে রয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, সেলো ওয়ার্ল্ডের বিএসইতে শেয়ার ১৩ দশমিক ৩১ লাখ আর এনএসইতে শেয়ার ১ দশমিক ৭৯ কোটি। এদিকে আইপিওতে শেয়ারের একেবারে বিরাট চাহিদা। প্রতি শেয়ারের মূল্য ৬১৭ থেকে ৬৪৮ রুপি।
কালের আলো/এসএমআর