বিরোধী দলের চোখে বিশ্বের শ্রেষ্ঠ স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী

প্রকাশিতঃ 9:38 pm | November 02, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড.শিরীন শারমিন চৌধুরীকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্পিকার হিসেবে অভিহিত করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ সংসদের শেষ কার্যদিবসে বিরোধী দল জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন স্পিকার ড.শিরীনকে। টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হয়ে একাদশ সংসদের ‘অভিভাবক’র দায়িত্ব পালন করেন তিনি।

একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী তার বক্তব্যের এক পর্যায়ে স্পিকারকে উদ্দেশ্য করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আপনার হাসি খুব সুন্দর। আপনাকে যখন দেখতে যাই, আপনার হাসি দেখে তখন মন ভালো হয় যায়।’ বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘তিনজনের হাসির কথা বলা হয়। মাধুরী দীক্ষিত, রেনুকা সাহানে এবং জুলিয়া রবার্ট। তারা যদি জজের সামনে হাসি দেন, তাহলে জজও তাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিতে পারবেন না। চতুর্থ হিসেবে আপনি এখানে থাকবেন।’

এই সংসদ সদস্য আরও বলেন, ‘আপনি অত্যন্ত ফেয়ারলি সংসদ চালিয়েছেন। বিরোধী দলের অনেকে অনেক কিছু বলেছে। আপনি এমনভাবে চালিয়েছেন যে সংসদ পরিচালনা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারো নেই বা সেই সুযোগও নেই।’ ‘যখন বিএনপির বন্ধুদের সঙ্গে বসি তারাও কখনো আপনার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেনি। আপনি সেভাবে তাদের সময় দিছেন। আমাদের সময় দিয়েছেন’।

তিনি বলেন, ‘সংসদে অনেকের বিরুদ্ধে সমালোচনা করেছি এবং কঠোরভাবে সমালোচনা করেছি। আপনি সেসব শুনেছেন। কখনো উগ্র ভষায় জবাব দেননি। আপনি আমাদের প্রতি অত্যন্ত স্নেহাশীল ছিলেন।’

এছাড়া জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রাশিদ, হাফিজউদ্দিন আহমেদ, পীর ফজলুর রহমানও বিভিন্ন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্পিকারের ভূয়সী প্রশংসা করে বক্তব্য দেন।

কালের আলো/এনএল/এএএমকে

Print Friendly, PDF & Email