ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট, চলছে ব্যাপক তল্লাশি

প্রকাশিতঃ 2:45 pm | October 27, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট ও নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপির পাল্টা-পাল্টি সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমে পুলিশের সঙ্গে সাদাপোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অংশ নিয়েছেন। এছাড়া র‌্যাব-৪ সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্ট পরিচালনা করছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকার প্রবেশপথ পোস্তগোলা ব্রিজ, বাবুবাজার ব্রিজ, সদরঘাট, বসিলা ব্রিজসহ বেশকিছু পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দেখা যাচ্ছে। একই সঙ্গে ঢাকা জেলা পুলিশ সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা। দুই-তিনজনকে একসঙ্গে দেখলেই থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে নেওয়া হচ্ছে থানাতে।

জানা গেছে, প্রতিটি জোনের সব থানাকে ১০-১২ জন করে অফিসার ও কনস্টেবল নিয়ে আলাদা আলাদা ভাবে কয়েকটি টিম করে পাড়া-মহল্লায় তল্লাশি ও অভিযানের নামে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, কেউ যেন মহাসড়কে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের এই তল্লাশি অভিযান চলছে। গাড়ি ভাঙচুর বা আগুন দেওয়ার মতো নাশকতা যেন কেউ না ঘটাতে পারে সেজন্য আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। আমাদের এ তল্লাশি চলতে থাকবে। আরাম পরিবহণের চালক আইয়ুব আলী বলেন, ঢাকায় যাওয়ার পথে ফরিদপুর, ভাঙ্গা, ধলেশ্বরী টোল প্লাজাসহ পুলিশের চেকপোস্ট চোখে পড়েছে। তারা আমাদের যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করছে। ঢাকায় ২৮ অক্টোবর বিএনপি, আওয়ামী লীগ ও জামাতে সমাবেশকে কেন্দ্র করেই এ তল্লাশি চালানো হচ্ছে বলে ধারণা। যাত্রীদের অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত নন। যে যার মতো জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু পথে পুলিশ তাদের গাড়ি থামিয়ে দেহ তল্লাশিসহ মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ মেসেজ, ছবি ঘাঁটাঘাঁটি করে দেখছে। তবে তল্লাশির তালিকায় বেশি রয়েছে মোটরসাইকেল।

এদিকে ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলরত কারও আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করছে র‌্যাব। মহাসড়কে অতিরিক্ত র‌্যাবও মোতায়েন করা হয়েছে। তারা প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল, রিকশাসহ দূরপাল্লার বাসগুলোকে থামিয়ে তল্লাশি করছে। দূর থেকে আশা যাত্রীদের করা হচ্ছে নানা প্রশ্ন।

র‌্যাব-১০’র অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ঢাকার প্রবেশপথ মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ফরিদপুরের ভাঙ্গা, কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজ, বাবু বাজার ব্রিজ, বসিলাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব ফোর্সেস। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জনগণের নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও, যে কোনো ধরনের হামলা ও নাশকতা রোধে র‌্যাব গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও প্রবেশপথসহ ঢাকার বিভিন্ন স্থানে র‌্যাব ফোর্সেসের চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, অনলাইনে দুস্কৃতকারীরা যাতে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সাইবার নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়াও, যে কোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও র‌্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ড যেন না ঘটে, সেজন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। চেকপোস্টের মাধ্যমে কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

এদিকে শুক্রবার সকাল থেকেই বুড়িগঙ্গা নদী নৌযানশূন্য রয়েছে। এমনকি খেয়া নৌকাও নেই। কেরানীগঞ্জে শতাধিক খেয়াঘাটে পুলিশি পাহারা রয়েছে। কোনো খেয়া নৌকা যাতে পাড়ে ভিড়তে না পারে, সে জন্য এসব স্থানে সরকারদলীয় নেতা-কর্মীরাও রয়েছেন। খেয়া না থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে। এ বিষয়ে জানতে চাওয়া হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান দাবি করেন, আমরা যান চলাচলে কোনো রকম বাধা দিচ্ছি না।

কালের আলো/ডিএস/এমএইচএ

Print Friendly, PDF & Email