শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে পারে না: শেখ হাসিনা
প্রকাশিতঃ 5:07 pm | October 10, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে দুর্নীতি করতে পারে না।
তিনি বলেন, সামান্য এমডি পদের লোভে একজন পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে তৎপর হন। দুর্নীতির অপবাদ দেওয়া হয়। বলেছিলাম, শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। পদ্মা সেতু করতে চ্যালেঞ্জ নিয়েছিলাম, অনেকে বলেছিল, সম্ভব না। মানুষ পাশে থাকলে অসাধ্য সাধন করা যায়।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন শেষে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৩টার দিকে ভাঙ্গায় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষের জন্য কাজ করবো সেই প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছিলাম। সেই কাজ করে যাচ্ছি। এসব কাজে আমাদের নেতাকর্মীরাও সহযোগিতা করেছে। নৌকা মার্কায় যেমন স্বাধীনতা এনে দিয়েছে, তেমনি নৌকায় ভোট দেয়ায় দেশ উন্নত হয়েছে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে।
‘আমি জানি অনেক জ্ঞানীগুণী আমার সঙ্গে নেই কিন্তু দেশের মানুষ আমার সঙ্গে আছে। এদেশকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমার সঙ্গে দেশের মুক্তিযোদ্ধারা আছে। যারা বুকের তাজা রক্তা দিয়ে এদেশ স্বাধীন করেছে তারা আমার সঙ্গে আছে।
সরকারপ্রধান বলেন, পদ্মা সেতু নির্মাণ করার জন্য ২০০১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দেয়। আসলে ধ্বংস করাই তাদের চরিত্র। দ্বিতীয়বার ক্ষমতায় এসে আবার উদ্যোগ নেই। অনেকে বলেছিল এটা সম্ভব না। অনেক ষড়যন্ত্র, চক্রান্ত আছে, কিন্তু আমার ভরসা মানুষে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে, দেশের কল্যাণে কাজ করে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। দেশকে আমরা আরো উন্নত করতে চাই।
এর আগে বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলস্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। বেলা সাড়ে ১২টার দিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে উঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা ও নাতি-নাতনিরা।
উদ্বোধনের পর কাউন্টার থেকে টিকিট কাটেন শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী নিজেই হুইসেল (বাঁশি) বাজান এবং সংকেত দেন ট্রেন ছাড়ার। আর মাওয়া প্রান্ত থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ট্রেনও ছুটে চলে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
বিকেলে ভাঙ্গা থেকে গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। সাড়ে ৫টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে থাকবেন বঙ্গবন্ধুকন্যা।
এর আগে ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালু করা হয়। দ্বিতল এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। সেতুর ভেতরে রয়েছে ট্রেন চলাচলের পথ। পদ্মার দুই পাড়ে যোগাযোগ স্থাপন করতে নেওয়া হয় আলাদা প্রকল্প, যা পদ্মা সেতু রেল লিংক প্রকল্প নামে পরিচিত।
কালের আলো/এসবি/এনএল