নির্বাচন বিদেশি পর্যবেক্ষক আসলে আপত্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 8:42 pm | July 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে না সরকার। তারা যদি নির্বাচন পর্যবেক্ষণে না-ও আসে, সেটি দেশের ক্ষতির কারণ হবে না এবং বিদেশি পর্যবেক্ষক না এলে ভালো বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (৮ জুলাই) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়ার বড় বড় দেশে নির্বাচন দেখার জন্য কোনও পর্যবেক্ষক যায় না। আমাদের দেশে পর্যবেক্ষক এলো কি এলো না, এতে কিছু যায় আসে?’

পর্যবেক্ষক না এলে দেশের কোনও ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে একটি সংস্কৃতি তৈরি হয়েছে বিদেশিদের এনে এনে নির্বাচন দেখানোর। আমার মতে, এটি ভবিষ্যতে বন্ধ করা দরকার। আমাদের দেশে অনেক বাড়ন্তি কাজ হচ্ছে এবং এটি বন্ধ করা উচিত।’

কালের আলো/ডিএস/এমএম