৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
প্রকাশিতঃ 9:34 pm | July 17, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (সোমবার) দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। সরকার ঘোষিত ছুটির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি অফিস-আদালতের মতোই ব্যাংকগুলোও এদিন ছুটির আওতায় থাকবে। ব্যাংক লেনদেন বা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিদের আগেভাগে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।
২০২৪ সালের এই দিনে দেশে একটি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে। ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
নানা প্রেক্ষাপটে সেদিনের ঘটনাকে ‘গণঅভ্যুত্থানের প্রতিক’ হিসেবে চিহ্নিত করা হয়, যা পরবর্তী সময়ে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়।
কালের আলো/এমডিএইচ