গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল

প্রকাশিতঃ 6:43 pm | July 17, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র পদযাত্রাকে ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে দেওয়া কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘন্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

কালের আলো/এএএন