কারও ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়: এ্যানি
প্রকাশিতঃ 5:49 pm | July 17, 2025

লক্ষ্মীপুর প্রতিবেদক, কালের আলো:
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কারো ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়। গতকালকে গোপালগঞ্জে যা হয়েছে তা আমরা ভুলে যাইনি। প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কর্মসূচী দেওয়ার সময়, কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হবে। সেজন্য রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সদর উপজেলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এ্যানি চৌধুরী বলেন, সবার দায়িত্ব এ সরকারকে সহযোগিতা করা। এটি কোন ব্যক্তি বা দলের সরকার নয়। আমাদের আন্দোলনের ফসল, জনগণের সরকার। এর কাছে জনগণের প্রত্যাশা-দাবিও বেশি থাকবে। তবে আইন-শৃঙ্খলা যেন অবনতি না হয় খেয়াল রাখতে হবে।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মণ্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।
বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, জুয়েলার্স এসোসিয়েশন ১৯৬৬ সালের ১৭ জুলাই যাত্রা করে, আজ ৬০ বছরে পদার্পণ করেছে। দেশের প্রায় ৪০ হাজার জুয়েলার্স ব্যবসায়ীকে নিয়ে বাজুস এখন ঐক্যবদ্ধ রয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রা করা হয়েছে।
কালের আলো/এসএকে