ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

প্রকাশিতঃ 9:26 pm | July 17, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার দিকে ধাপে ধাপে এগিয়ে চলেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার রাতে বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে জোড়া গোল করেন স্ট্রাইকার তৃষ্ণা রানী। অপর গোলটি আসে বদলি হিসেবে মাঠে নামা স্বপ্না রানীর পা থেকে।

এই টুর্নামেন্টকে পরীক্ষা-নীরিক্ষার বড় মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। তাই ধারাবাহিকভাবেই তিনি মাঠে নামাচ্ছেন সাইড বেঞ্চের খেলোয়াড়দের। এ পর্যন্ত ২৩ সদস্যের স্কোয়াডে ২২ জনকেই খেলার সুযোগ দিয়েছেন তিনি।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে প্রথমার্ধে মাঝমাঠে কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে ২৯ মিনিটে বন্যা খাতুনকে তুলে স্বপ্না রানীকে মাঠে নামান বাটলার। এই পরিবর্তনেই আসে টার্নিং পয়েন্ট। ৩৩ মিনিটে স্বপ্নার ডিফেন্সচেড়া পাস পেয়ে গোল করেন তৃষ্ণা রানী।

দ্বিতীয়ার্ধে একসঙ্গে তিনটি পরিবর্তন এনে বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। মাঠে নামেন মুনকি আক্তার, উমেহলা মারমা ও জয়নব বিবি রিতা। ৬২ মিনিটে পেনাল্টি থেকে সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন স্বপ্না রানী। তবে ৬৬ মিনিটে তৃষ্ণার ডান পায়ের নিখুঁত শটে আসে দ্বিতীয় গোল। এরপর ৭৫ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে স্কোরলাইন ৩-০ করেন স্বপ্না রানী। এরপরও হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন তৃষ্ণা, তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি।

চলতি টুর্নামেন্টে টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, নেপালও শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে আছে। আগামীকাল বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার, আর নেপালের প্রতিপক্ষ ভুটান। দুটি দলই যদি জয় পায়, তবে ২১ জুলাই বাংলাদেশ-নেপাল ম্যাচটি হয়ে উঠবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

কালের আলো/এমডিএইচ