বান্দরবানের বগালেকে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৬

প্রকাশিতঃ 8:35 pm | March 20, 2023

কালের আলো প্রতিবেদক:

বান্দরবানের রুমায় ভিজিডি সঞ্চয়ের জমানো টাকার জন্য যাওয়ার পথে পর্যটনস্পট বগালেক সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার সদর ইউনিয়নের পর্যটনস্পট বগালেক সড়কের কমলাবাগানের উপরে প্রথম খাড়া ঢালুতে দুটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই চার জন নারীর মৃত্যু হয়। অপরদিকে আহত অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

হাসপাতালে নিহতরা হলেন- থাইক্ষ্যংপাড়ার বাসিন্দা নুনথারময় বম এবং ট্রাকের শ্রমিক সদরের কুহালং ইউনিয়নের গুংগুরুপাড়ার বাসিন্দা হ্লাগ্যপ্রু খেয়াং। তবে ঘটনাস্থলে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। হতাহতরা সকলেই থাইক্ষ্যংপাড়া ও চুনচুনপাড়ার বাসিন্দা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসময় ট্রাকে থাকা শিশুসহ আরও ১১ জন নারী ও শিশু আহত হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক সড়কের কমলাবাগানের উপরের ঢালু রাস্তায় ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা রুমা বাজারে যাচ্ছিল। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কালের আলো/এসবি/এমএম