মেসি না রোনালদো, কাকে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে গুগলে

প্রকাশিতঃ 10:50 am | March 11, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ফুটবলাররা নিছক শুধু খেলোয়াড়ই নন, তারা সেলিব্রিটিও বটে। বিশ্বব্যাপী কোটি মানুষ ফুটবলারদের অনুসরণ করেন। মাঠের খেলায় জাদু দেখানোর পাশাপাশি মাঠের বাইরেও নানা কারণে খবরের শিরোনাম হন তারা। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলারদের ভক্ত ও অনুসারীদের সংখ্যার দিকে তাকালেই তাদের জনপ্রিয়তা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। সম্প্রতি ২০২৩ সালে এখন পর্যন্ত গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করেছে ‘ফুটগোল’ নামে একটি গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান।

খোঁজার এই তালিকায় সবার ওপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ–ব্যর্থতা ও ইউরোপ ছেড়ে যাওয়ার পরও যে রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহ কমেনি, সে প্রমাণই যেন দিচ্ছে এ তালিকা। রোনালদোর পর দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি।

তালিকার পরের তিনটি নাম নেইমার, কিলিয়ান এমবাপে ও রবার্ট লেভানডফস্কির। সেরা দশে বাকি যারা আছেন তারা হলেন করিম বেনজেমা, পাওলো দিবালা, জেরার্ড পিকে, সাদিও মানে ও লুইস সুয়ারেজ।

ক্রিস্টিয়ানো রোনালদো- মাসে ১ কোটি ৭৪ লাখ বার খোঁজা হয়েছে।

লিওনেল মেসি- মাসে ১ কোটি ৩২ লাখ বার খোঁজা হয়েছে।

নেইমার- মাসে ৯২ লাখ বার খোঁজা হয়েছে।

কিলিয়ান এমবাপ্পে- মাসে ৮৫ লাখ বার খোঁজা হয়েছে।

রবার্ট লেভানডফস্কি- মাসে ৩২ লাখ বার খোঁজা হয়েছে।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email