ঘোষণা মঞ্চে ভুলের ছড়াছড়ি, বলা হয়নি সিইসি’র নাম!
প্রকাশিতঃ 10:51 am | February 21, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
চিরপ্রেরণার অমর একুশেতে অভিন্ন গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার। হাতে হাতে ফুলের স্তবক, কণ্ঠে চির অম্লান সেই গান— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/আমি কি ভুলিতে পারি…’। প্রায় দু’বছর পর সোমবার একুশের প্রথম প্রহরে সশীরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকারের পর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ, বিমান ও নৌ বাহিনীর প্রধান। এরপর কূটনীতিক, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, কূটনৈতিক মিশনের প্রধানগণ, রাষ্ট্রদুতগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
রাত ১২টা ১৪ মিনিটে শহীদ মিনার সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন। মূলত এ সময়টিতে ঘোষণা মঞ্চে ভুলের ছড়াছড়ি নজর কাড়ে অনেকের। বিটিভি সরাসরি সম্প্রচার করায় ভুলগুলো নেটাগরিকদেরও দৃষ্টিতে আসে।

রাত ১২ টা ১৬ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ। এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সঙ্গে ছিলেন। তবে খানিক বিলম্বে ঘোষণা মঞ্চ থেকে আইজিপির নাম উচ্চারণ করা হয়। কিন্তু এর আগেই শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি। এর ঠিক আগে ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করে কারা অধিদপ্তরও।
১২ টা ১৯ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয় শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির নেতৃত্বে। এরপরেই ১২ টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন শ্রদ্ধা নিবেদন করলেও ঘোষণা মঞ্চ থেকে তাঁর নাম বলা হয়নি। নীরবেই শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে সিইসি, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো.আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম চলে যাওয়ার পর খানিক দূরে দাঁড়ানো ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দু’বার তাঁর নাম বলা হয়।

এরপর ঘোষণা মঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নাম ঘোষণা করা হয়। অথচ তখন শ্রদ্ধা জানাতে দেখা যায় মেজবাউল আলম সাচ্চু ও আফজালুর রহমান বাবুর নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক লীগ। আরও একবার ভুল করে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের কথা ঘোষণা করা হয়। এ সময় আরেকজন ঘোষক দ্রতই স্বেচ্ছাসেবক লীগের কথা বলেন। অথচ স্বেচ্ছাসেবক লীগের পর সরকারি কর্ম কমিশন ও এরপর জাসদ শ্রদ্ধা নিবেদন করে।
১২ টা ২৮ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের নেতৃত্বে অধিদপ্তরটির প্রকৌশলীরা। ১২ টা ১১ মিনিটে র্যাব ডিজি পুস্পস্তবক অর্পণ করেন। কিন্তু ঘোষণা মঞ্চ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক বলেই থেমে যাওয়া হয়। কিছুক্ষণ পরই বলা হয় র্যাব ফোর্সেসের ডিরেক্টর জেনারেল এম খুরশীদ হোসেন পুষ্পস্তবক অর্পণ করছেন। যদিও আগেই শ্রদ্ধা নিবেদন করে গেছেন বিজিবি ডিজি।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে ঘিরে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়। তবে এবার ঘোষণা মঞ্চের এমন সব ভুল আলোচনা-সমালোচনা তৈরি করেছে।

কালের আলো/আরএ/এমকে