মেট্রোরেলের তারে ঘুড়ি, সিঙ্গেল লাইনে চলছে ট্রেন
প্রকাশিতঃ 10:27 am | February 19, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সিঙ্গেল লাইনে চলছে উভয় পথের মেট্রো ট্রেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, ডাউন লাইনে ঘুড়ি আটকে গেছে। সেখানে আমাদের লোক ঘুরি সরানোর কাজ করছে। এটা ছাড়ানো ছাড়া তো আর ওই লাইনে ট্রেন পরিচালনা সম্ভব হবে না।
নাসির উদ্দিন আহমেদ আরও বলেন, শেষ রাতের দিকে বা সকালে এই ঘটনা ঘটতে পারে। আমরা আপাতত আপ লাইন (আগারগাঁও থেকে উত্তরা) দিয়ে উভয় পথের মেট্রো ট্রেন পরিচালনা করছি। কোনো অসুবিধা হচ্ছে না।
কালের আলো/এসবি/এমএম