প্রথম বিবাহবার্ষিকীতে যা বললেন রাজ-পরীমণি
প্রকাশিতঃ 3:19 pm | January 22, 2023

শোবিজ ডেস্ক, কালের আলো:
ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি রাজ-পরী। একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে তাদের। তবে হঠাৎ পরীর এক স্ট্যাটাসে আলোচনায় উঠে আসে তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ নিয়ে।
কিন্তু বিচ্ছেদের ব্যাপারটিই আবারও গুঞ্জনে পরিনত হয়ে শেষ হয়ে যায়। দিনশেষে আবারও একসঙ্গেই থাকছেন তারা।
গেল বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। যদিও তাদের প্রকৃত বিয়ে হয়েছিলো ২০২১ সালের ১৭ অক্টোবর। তবে বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন তারা।
বিবাহবার্ষিকীর প্রথম প্রহরেই স্বামীকে শুভেচ্ছা জানালেন পরী। বিয়ের একটি ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘড়োয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ রাজ।’
কালের আলো/এমএইচ/এসবি