অতীতের সব সেলফিকে হার মানিয়ে দিয়েছে বিএনপির এই কর্মী

প্রকাশিতঃ 12:16 pm | January 31, 2018

কালের আলো ডেস্ক:

বিপজ্জনক পরিস্থিতির সেলফি তুলে এর আগে অালোচনায় এসেছেন অনেকেই। কেউ চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে, কেউ বা অতি উচ্চ ভবনের ছাদের কিনারে, আবার কেউ হিংস্র প্রাণীর সামনে দাড়িয়েও সেলফি তুলেছেন। আর এসব সেলফি তুলতে গিয়ে এ পর্যন্ত অনেকেরই মৃত্যু বরণ করতে হয়েছে। তবে এবার দেখা গেলো অদ্ভুত এক সেলফিবাজকে। যিনি কিনা আসামি ছিনতাই করতে এসেও ফিল্মের নায়কের ভঙ্গিতে সেলফি তোলেছেন।

এ সেলফি দেখে অনেকে এটিকে কোনো নাটক বা সিনেমার দৃশ্য ভেবে বসতে পারেন। তবে না এটি বাস্তব ঘটনা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা করে ছাত্রদলের দুই নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় বিএনপির এক কর্মীর তোলা সেলফি অতীতের সব সেলফিকে হার মানিয়ে দিয়েছে।

ছাত্রদলের দুইজন আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের প্রিজনভ্যানে আঘাত করায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা, আর এর ফাঁকেই দলের এক সেলফিবাজ কর্মী প্রিজনভ্যান ধরে নায়কোচিত ভঙ্গিতে সেলফি তোলেন। যেন কোনো অ্যাকশন সিনেমার শুটিংয়ের দৃশ্য!

মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেলফিটি। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে অনেকে শেয়ার দেন এ ছবি।