আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বাকৃবি

প্রকাশিতঃ 6:45 pm | January 30, 2018

আরিফুল ইসলাম | বাকৃবি সংবাদদাতা:

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষ স্থান করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এ নিয়ে টানা দু’বার প্রথম স্থান অধিকার করল দক্ষিণ এশিয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী কৃষি শিক্ষার এ বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ ৯ বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে এ কৃতিত্ব অর্জন করেছে ময়মনসিংহে প্রতিষ্ঠিত কৃষি শিক্ষার মাতৃতুল্য এ প্রতিষ্ঠানটি।

স্পেনের রাজধানী মাদ্রিদ ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবওমেট্রিক্স এক গবেষণায় জানুয়ারি ২০১৮ সংকলনে এ তথ্য উঠে আসে।

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবার ১৮৪৮ তম যা গত বছরের জুলাইয়ের র‌্যাঙ্কিংয়ে ছিল ২০৬১ তম। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মত দেশসেরার মুকুট ধরে রেখেছে বাকৃবি।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর বিশ্ববিদ্যালয়ের এ কৃতিত্ত্বে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। পরপর দু’বার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকায় তিনি সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ অর্জনের ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাওয়ার আহব্বান জানান।

দেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২০৭১), তৃতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (২১৩২), চতুর্থ অবস্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২৫৯৩), পঞ্চম অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৬৬২), ষষ্ঠ অবস্থানে রয়েছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৯৪০), সপ্তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২৯৭৫), অষ্টম বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাটি অব বাংলাদেশ (৩১৮৯), নবম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩২৮৯) এবং দশম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (৩৩৬৬)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাকৃবি ৫৬২, বুয়েট ৬৪৬ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৭৪ তম ।

স্প্যানিশ জাতীয় গবেষণা কাউন্সিলের (সিএসআইসি) সাইবারমেট্রিক্স ল্যাব এ র‌্যাংকিং প্রকাশ করে থাকে। র‌্যাঙ্কিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স। ২০০৪ সাল থেকে তারা নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা ওই র‌্যাংকিং প্রকাশ করে থাকে।

Print Friendly, PDF & Email