রাজ-মিম-রাফিকে নিয়ে কিসের ইঙ্গিত দিলেন পরীমনি?

প্রকাশিতঃ 10:52 am | November 10, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

‘পোড়ামন ২’ এবং ‘পরাণ’ সিনেমার নির্মাতা রায়হান রাফিকে ‘দালাল’ তকমা দিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। অন্যদিকে, রাফির একাধিক সিনেমার নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে বললেন নিজের স্বামীকে নিয়ে খুশি থাকতে।

বুধবার (০৯ নভেম্বর) দিনগত রাত তিনটার দিকে ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দিয়ে এসব কথা লেখেন পরীমনি। সেখানে নিজের স্বামী শরীফুল ইসলাম রাজের উদ্দেশ্যেও একটি বার্তা দিয়েছেন নায়িকা।

পরীমনি সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে লেখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’

এরপর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।’

পরীমনির এই পোস্টের মানে কী? কেন তিনি পরিচালক রায়হান রাফিকে দালাল তকমা দিলেন? এর জবাব না মিললেও মিম ও রাজের ব্যাপারটা নিয়ে বাজারে কানাঘোষা আছে। এ জুটি এরই মধ্যে দুটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন। একটি ‘পরাণ’, অন্যটি ‘দামাল’।

কালের আলো/এসবি/এমএম