ঢাকায় ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচার শুরু
প্রকাশিতঃ 9:44 pm | November 06, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:
অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা চট্টগ্রামে যে স্কুলে পড়েছিলেন, সেখান থেকে শুরুর পর ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচার এবার হল ঢাকার ইডেন কলেজে, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি ইন্টারমিডিয়েট পাস করেছিলেন।
এ্ই সিনেমার কলাকুশলীরা রোববার ইডেন মহিলা কলেজে প্রচারে যান। নির্মাতা প্রদীপ ঘোষের সঙ্গে এই প্রচারে ছিলেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদারসহ অন্যরা।
অনুষ্ঠানে তারা উপস্থিত ছাত্রীদের হাতে সিনেমার পাস তুলে দেয়া হয়, যেটি দেখিয়ে মুক্তির পর প্রেক্ষাগৃহগুলো থেকে হাফ দামে টিকিট কিনতে পারছেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণ পুরো আয়োজনকে উৎসব মুখর করে তোলে। শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ছবি তুলতে শিক্ষার্থী ও শিক্ষকেরা মাঠে নেমে আসেন।
অনুষ্ঠানে সিনেমাটির নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘যেহেতু এটা ইতিহাস নির্ভর সিনেমা, আমরা চাই শিক্ষার্থীরাই বেশি দেখুক। সেজন্য আমরা হলগুলোর সঙ্গে আলাপ করছি, যেন অর্ধেক দামে শিক্ষার্থীরা টিকিট কিনতে পারে। আমাদের ঘরে অর্থ না আসুক, সিনেমাটা অন্তত শিক্ষার্থীরা দেখুক।
তিনি আরও বলেন, ‘সিনেমার দৃশ্য ধারণের কাজ অনেক আগেই শেষ হয়েছে। সব ঠিকঠাক থাকলে নভেম্বরেই এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
অনুষ্ঠানে উডেন কলেজের সাবেক ভিপি, শিক্ষাবিদ এ এন রাশেদা প্রীতিলতার লেখা চিঠি পাঠ করেন।
কালের আলো/ডিএস/এমএম