ইবি উপাচার্যের উপর হামলায় উত্তাল ক্যাম্পাস
প্রকাশিতঃ 7:03 pm | January 29, 2018

ইবি সংবাদদাতা | কালের আলোঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) উপাচার্য প্রফেসর ড.মো:হারুন-উর-রশীদ আসকারীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন হয়েছে।
সোমবার সকাল ১১ টায় ‘মৃত্যুণ্জয়ী মুজিব’ প্রাঙ্গণে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ভাবধারার সংগঠন শাপলা ফোরাম, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য, রোভার স্কাউট, বি. এন.সি.সি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মো:হারুন-উর-রশিদ আসকারীর উপর প্রাণনাশের উদ্দেশ্যে কাপুরুষিত হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। “নৈতিক মানববন্ধন” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাপলা ফোরামের আয়োজিত এ কর্মসূচির প্রতি একাত্বতা ঘোষণা করে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীল দলের প্রফেসর ড.মো:শাহানুর আলম,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মো:শাহাদাত হোসেন এবং ইবি থানার ওসি ।
শাপলা ফোরাম অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড.মোঃ সেলিম তোহা,ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.মো: আনোয়ারুল হক,প্রক্টর প্রফেসর ড.মো:মাহবুবার রহমান,প্রফেসর ড.মো:মাহফুজুর রহমান, প্রফেসর ড. শাহজাহান মন্ডল , প্রফেসর ড.মো:শাহানুর রহমান প্রমুখ।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.মো:সেলিম তোহা বলেন,”আমাদেরকে পর্যারক্রমে আন্দোলন চালিয়ে যেতে হবে যতদিন না সুষ্ঠু তদন্দ সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হবে “।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীল দলের প্রফেসর ড.মো:শাহানুর রহমান বলেন,”এইরকম একজন স্বপ্নদ্রষ্টার উপর কাপুরুষিত হামলার তীব্র নিন্দা জানাই এবং আমরা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে যাবো”।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোঃশাহিনুর রহমান বলেন,”ষড়যন্ত্রের মূলহোতাকে ৩/৪ দিন অতিবাহিত হলেও চিহ্নিতকরণ করতে না পারা আমাদের জন্য লজ্জাজনক।অনতিবিলম্বে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে”।