সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়ছে

প্রকাশিতঃ 2:34 pm | January 29, 2018

সিনিয়র প্রতিবেদক, কালের আলো: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়ছে। এর আগে এ সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। আজ সংবিধানের সপ্তদশ সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

এর আগে সংসদে নারী আসনের মেয়াদ দু’বার বাড়ানো হয়। ২০০৪ ও ২০১১ সালে দুই দফা সংসদে নারী আসনের সংখ্যা বাড়াতে সংবিধানের সংশোধনী আনা হয়।২০১১ সালের ৩০ জুন সংসদে নারী আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। এর মেয়াদ ছিল ১০ বছর।

কিন্তু চলতি সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ৫ বছরের জন্য শপথ নিয়েছে সেহেতু মেয়াদ শেষ হলেও তাদের ক্ষেত্রে কোন আইনগত বাধা নেই। তবে আগামী সংসদে নারী আসনে নিয়োগের পরিস্থিতি তৈরি হলে তখন মেয়াদের বিষয়টি আসবে। আর এ কারণেই আগে থেকেই মেয়াদ বাড়ানোর পাশাপাশি বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।