ফরিদপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন
প্রকাশিতঃ 1:58 pm | October 08, 2022

কালের আলো প্রতিবেদক:
ফরিদপুরের নগরকান্দায় মেয়ে জামাইয়ের বিরুদ্ধে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) খুন করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৮ অক্টোবর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জামাইয়ের মাগুরা জেলার মোহাম্মদপুরের বাসিন্দা ইরান মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (৪২)। তিনি গতকাল শ্বশুরবাড়িতে আসেন। রাতে তাকে বাড়ির বারান্দায় ঘুমাতে দেওয়া হয়। ঘরের ভেতরে শুয়ে ছিলেন শাশুড়ি এবং তার স্ত্রী শিউলি বেগম। রাত ১টার দিকে শাশুড়ি রহিমা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। বাইরে থেকে ফিরে আসার সময় তিনি যখন দরজা দিচ্ছিলেন, তখন জামাই চাকু নিয়ে শাশুড়ির গলায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
কালের আলো/এমএইচ/এসবি