ময়মনসিংহের ডিসি এনামুল হকের বাবার মৃত্যুতে গভীর শোক
প্রকাশিতঃ 4:51 pm | October 06, 2022

কালের আলো প্রতিবেদক:
ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হকের বাবা মোহাম্মদ আব্দুস সামাদ (৭৪) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে পৃথক পৃথক বিবৃতিতে তারা শোক জানান। এর আগে বুধবার (৫ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মোহাম্মদ আব্দুস সামাদ ইন্তেকাল করেন।
ডিসির পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সিআইপি আলহাজ্ব আমিনুল হক শামীম, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারন সম্পাদক ও দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক আলহাজ্ব মো: শামসুল আলম খান, দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক মোজাম্মেল হক খোকন প্রমুখ।
এছাড়াও মহরুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ময়মনসিংহের রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
শোক তারা মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাদ জহুর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
কালের আলো/ডিএস/এমএম