১৫ ডিসেম্বরের মধ্যে আ.লীগের নির্বাচনী ইশতেহার : কাদের

প্রকাশিতঃ 1:40 pm | November 30, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গ্রামকে শহরে রূপান্তরিত করার কর্মসূচি গুরুত্ব পাবে এই ইশতেহারে। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‌‌‘আশা করি ১৫ তারিখের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার আমরা প্রকাশ করবো।’

তিনি বলেন, ‘আমরা মানুষের মাঝে। ক্ষমতায় না থাকলেও আছি না থাকলেও আমরা পালিয়ে যাবো না। আমরা এ দেশেই থাকবো।’

সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও কোন মেগা প্রজেক্ট উপহার দিতে পারেনি; বরং অদূরদর্শীতায় দেশকে পিছিয়ে দিয়েছিল।’

জোট-মাহাজোটে কোনো ক্ষোভ আছে কিনা এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু থাকবেই। এ ক্ষোভ-অসন্তোষের বিষয়টা এখন সন্দেহবশত অনেকেই পড়ে আছে। যে তারা পাবে না। এমনও আছে পেতেও পারে। এখন ক্ষোভ-অসন্তোষের চেয়ে উদ্বেগাকূল অপেক্ষা আছে। এটা এখন আছে এবং উদ্বেগের সাথে অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘ক্ষোভ-বিক্ষোভ তখনই হবে, যখন মনোনয়ন প্রক্রিয়ার ফাইনালি তালিকা আমরা যখন প্রকাশ করবো। তখন ক্ষোভ-বিক্ষোভ হতেও পারে। এত বড় দল এত বড় মহাজোট এখানে তো ক্ষোভ-বিক্ষোভ হবেই।’

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালের আলো/এনপিএম/এমএইচএ