ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

প্রকাশিতঃ 12:03 pm | July 09, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার ভোর থেকে শুরু হওয়া যানজট ক্রমেই আরও দীর্ঘ হচ্ছে।

শনিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে মহাসড়কের সদর উপজেলার আশেকপুর, ঘারিন্দা, শিবপুর, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

শুক্রবার সারাদিন যানজটের পর রাতেও একই অবস্থায় চলছিল গাড়ি। শনিবার ভোরে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মির্জাপুরের গোড়াইতেও গাড়ির ধীরগতি রয়েছে। ফলে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘যানবাহন ধীরগতিতে চলছে। সড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য কাজ করছে।’

কালের আলো/বিএস/এমএম

Print Friendly, PDF & Email