রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত
প্রকাশিতঃ 5:21 pm | May 11, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আগামী বৃহস্পতিবার (১২ মে) রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। তবে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙ্গামাটির সাজেকের সফর ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হলো।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছিল। আমরা তাকে বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড় অশনির কারণে মহামান্য রাষ্ট্রপতি এই সফর স্থগিত করেছেন।
কালের আলো/এমএইচ/জেআর