টিপ পরা নারীকে হেনস্তা: সেই পুলিশ সদস্য শনাক্ত
প্রকাশিতঃ 12:36 pm | April 04, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর ফার্মগেট এলাকায় কপালে টিপ পরায় এক শিক্ষিকাকে প্রকাশ্যে গালি দেওয়া ‘সেই পুলিশ’ সদস্যেকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন কনস্টেবল, নাম নাজমুল তারেক।
সোমবার (৪ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
তিনি বলেন, ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক। তাকে শনাক্ত করা হয়েছে। ওই শিক্ষকের অভিযোগের তদন্ত চলছে।
কনস্টেবল নাজমুল পুলিশের প্রটেকশন বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি যশোর। ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন মার্কেটে দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়।
গত শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- টিপ পরছোস কেন বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক। ঘটনার প্রতিবাদ জানালে এক পর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যান সেই ব্যক্তি।
পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
কালের আলো/এমএইচ/জেআর