নজরুল বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ছাত্রলীগ

প্রকাশিতঃ 2:39 pm | November 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় অঙ্গনে। পরিবেশকে আরো উৎসব মুখর করে তুলতে যেন প্রতিযোগিতায় নেমেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। যাদের মধ্যে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীদের কর্মকান্ড উল্লেখযোগ্য।

দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীদের সহযোগিতায় ও সরকারের বিভিন্ন উন্নয়নের প্রচারে ব্যানার ফ্যাস্টুন লাগিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে। এবারের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতারা প্রতিযোগিতায় নেমেছে কে কার থেকে বেশী কাছে যাবে শিক্ষার্থীদের, প্রচার করবে সরকার এর উন্নয়ন কর্মকান্ডের কথা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিবাবকদের বসার জন্যে শেখ রাসেল খেলার মাঠে ছাওনির ব্যবস্থা করে ও শিক্ষার্থীদের খাবার পানি ও কলম বিতরন করে এবং খাবার হোটেল গুলোর দ্রব্যমূল্যের উচ্চবৃদ্ধি নিয়ন্ত্রনে অভিযান চালিয়েছেন ছাত্রলীগ সেক্রেটারি।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রাজ্জাক অনিক মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়ে তার অনুসারি ছাত্রলীগ কর্মীদের নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে। পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা শহীদ মিনার পরিষ্কার করে তা রঙ করা, কেন্দ্রীয় খেলার মাঠ পরিষ্কার করা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার নামকরন, সরকারের উন্নয়ন প্রচারের লিফলেট বিতরন, বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন রাস্তায় দুটি স্পিড ব্রেকার নির্মান করেন তিনি।

এবিষয়ে ছাত্রলীগ নেতারা বলেন, আমরা শিক্ষার্থীদের সহায়তায় তাদের পাশে আছি । আমরা আওয়ামীলীগ সরকার এর উন্নয়ন কর্মকান্ড তাদের কাছে তুলে ধরছি। সামনে নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার জন্যে অভিভাবকদের কাছে আমরা গিয়েছি । সরকারের কর্মকান্ড তুলে ধরেছি ।

কালের আলো/ওএম