এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিতঃ 9:09 pm | December 26, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দুই জয়ে আগেই সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। রোববার (২৬ ডিসেম্বর) শ্রীলঙ্কা বনাম নেপালের ম্যাচের পরই হিসাবের মারপ্যাঁচে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গেছে লাল-সবুজ বাহিনীর।

ভারতের মাটিতে সিরিজ জয়ের পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে যেন উড়ছে বাংলার যুবারা। প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শনিবার (২৫ ডিসেম্বর) কুয়েতকেও উড়িয়ে দেয় রাকিবুল বাহিনী।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার নেপালকে ৬০ রানের ব্যবধানে হারায় শ্রীলঙ্কা। চামিন্দু বিক্রমাসিংহে ও সাদিশা রাজাপাকসার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ২৬২ রানে গুটিয়ে যায় নেপাল।

টুর্নামেন্টে ২ ম্যাচে দুটি করে জয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান ৪। নেট রানরেটে এগিয়ে শীর্ষে থাকা বাংলাদেশ তাই সহজেই সেমিফাইনাল নিশ্চিত করলো।

সোমবার (২৭ নভেম্বর) গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে নেপালকে ১৫৪ রানে ও কুয়েতকে ২২২ রানে হারায় টাইগার যুবারা।

কালের আলো/এমএএইচ/বিকেআর