২৭ ডিসেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট
প্রকাশিতঃ 4:35 pm | December 21, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর ৬ দল নিয়েই অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার (২৭ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মৌখিকভাবে নিশ্চয়তা পাওয়া ৬ দলকে তাদের প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিপিএলের এবারের আসরে মোট ছয়টি ক্যাটাগরিতে দেখা যাবে ক্রিকেটারদের। এ বছর দেশি ক্রিকেটারদের জন্য ‘এ+’ ক্যাটাগরি থাকছে না। ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ এই ৬টি ক্যাটাগরিতে দেশের ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। শীর্ষস্থানীয় ক্রিকেটাররা থাকবেন ‘এ’ ক্যাটাগরিতে। সর্বোচ্চ এ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৭০ লক্ষ টাকা।
আসন্ন এই টুর্নামেন্টে মোট ছয় দল অংশ নেবে। দলগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা ও কুমিল্লা। দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার মালিকানায় থাকছে লোটাস কামাল গ্রুপের কাছে। এছাড়াও গত মৌসুমে খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পেয়েছে যথারীতি আখতার গ্রুপ। তবে ঢাকার মালিকানা পাচ্ছে রূপা ও মার্ন গ্রুপ। আর সিলেট পাচ্ছে প্রগতি গ্রুপ। ফরচুন গ্রুপের কাছে যাচ্ছে বরিশাল ও মাইন্ড ট্রি গ্রুপের কাছে যাচ্ছে খুলনার প্রতিনিধিত্ব।
বিপিএল শুরু হতে পারে ২০ জানুয়ারি। আগামী দুয়েকদিনের মধ্যেই বিসিবি সবকিছু চূড়ান্ত করবে বলে জানা গেছে।
কালের আলো/এমএএইচ/এসিআর