নায়ক সাইমনের বাবার নির্বাচনী অফিসে হামলা

প্রকাশিতঃ 4:20 pm | November 26, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ

চিত্রনায়ক সাইমন সাদিক রাজনৈতিক পরিবারের সন্তান। কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তার বাবা সাদেকুর রহমান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাদেকুর রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বাবার নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

এদিকে শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে নায়ক সাইমনে বাবার নির্বাচনী অফিস। বিষয়টি নিশ্চিত করে সাইমন বলেন, আমাদের মহিনন্দ ইউনিয়নের জালালপুর বাজারের আগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমার আব্বু`র নির্বাচনী অফিস ভোর রাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে!

পুড়িয়ে ফেলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ও সকল পোস্টার! বঙ্গবন্ধুর বাংলাদেশ এই উশৃংখলতা মেনে নেয়া কঠিন। আমরা এই নিকৃষ্ট কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে আব্বুর নির্বাচনী ফলাফল ভালো আসবে। সে ভয়েই অন্য প্রতিপক্ষরা আতংকে আছে৷ নানাভাবে আব্বুকে বাঁধাগ্রস্ত করতে এসব চোরা হামলা চালানো হচ্ছে। কিন্তু এসবে কোনো লাভ হবে না। জনগণ তাদের রায় সঠিক ব্যক্তির পক্ষেই দেবে।’

আসছে ২৮ নভেম্বর মহিনন্দ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালের আলো/টিআরকে/এসআইএল