বিপিএলে কে কোন দলে…
প্রকাশিতঃ 2:42 pm | October 28, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন মোহাম্মদ আশারাফুল। দেশি খেলোয়াড়দের তৃতীয় সেটে ১৮ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চিটাগং ভাইকিংস।
মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছর নিষিদ্ধ হন। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান। কিন্তু তখনও জাতীয় দল এবং ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের দরজা বন্ধ ছিল তার জন্য। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ১৩ আগস্ট ফিরেছেন ৩৪ বছর বয়সী অ্যাশ।
রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এখন চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটের প্রথম সেটে দেশি খেলোয়াড়দের মধ্যে সৌম্য সরকারকে দলে নিয়েছে রাজশাহী কিংস। তাসকিন আহমেদকে দলে নিয়েছে সিলেট সিক্সার্স। প্রথম সেটে প্রতিটি দল দুইজন করে দেশি খেলোয়াড় দলে নিয়েছে।
দ্বিতীয় সেটেও প্রতিটি দল দুইজন করে দেশি খেলোয়াড় দলে নিয়েছে। দ্বিতীয় সেটে স্পিনার তাইজুল ইসলামকে দলে নিয়েছে খুলনা টাইটান্স। আরেক স্পিনার আরাফাত সানিকে দলে নিয়েছে রাজশাহী কিংস। অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরীকে দলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস।
তৃতীয় সেটে দুইজন করে বিদেশি খেলোয়াড় দলে নেয়ার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান বেলকে দলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। চতুর্থ সেটে এসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দলে নিয়েছে চিটাগং ভাইকিংস।
আজকের প্লেয়ার্স ড্রাফট শুরুর আগেই আইকন খেলোয়াড়কে দলে নেয় চিটাগং ভাইকিংস। তার আগে প্রতিটি দলই পছন্দমতো ছয়জন করে খেলোয়াড় দলে নেয়ার সুযোগ পায়।
চতুর্থ সেট শেষে কে কোন দলে:
রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা (আইকন), ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), আলেক্স হেলস (ইংল্যান্ড), শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, রবি বোপারা (ইংল্যান্ড), রিলি রুশো (দক্ষিণ আফ্রিকা), নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী।
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (আইকন), সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, অ্যান্ড্রু বার্চ (দক্ষিণ আফ্রিকা), ইয়ান বেল (ইংল্যান্ড), কাজী অনিক, মিজানুর রহমান।
সিলেট সিক্সার্স: লিটন দাস (আইকন), নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভীর (পাকিস্তান), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), সন্দ্বীপ লামিচানে (নেপাল), আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), নাবিল সামাদ, ইবাদত হোসেন।
খুলনা টাইটান্স: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), ডাউইড মালান (ইংল্যান্ড), আলী খান (যুক্তরাষ্ট্র), জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোঃ আল-আমিন, জহির খান (আফগানিস্তান), শেরফের রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), শুভাশিস রায়, জুনায়েদ সিদ্দিকি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক (পাকিস্তান), আসেলা গুনারত্নে (শ্রীলঙ্কা), লিয়াম ডসন (ইংল্যান্ড), আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ।
রাজশাহী কিংস: মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, কায়েস আহমেদ (আফগানিস্তান), ক্রিশ্চিয়ান জঙ্কার (দক্ষিণ আফ্রিকা), সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বী, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), লাউরি ইভান্স (ইংল্যান্ড), মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বী।
চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম (আইকন), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), লুকে রঞ্চি (নিউজিল্যান্ড), নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), রব্বি ফ্রাইলিঙ্ক (দক্ষিণ আফ্রিকা), মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ হাসান, ক্যামেরন দেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), মোহাম্মদ আশরাফুল, রবিউল হক।
কালের আলো/পিএম