সোয়া দুই ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিতঃ 9:21 pm | November 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সোয়া দুই ঘণ্টা কাজ করে সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ইমামগঞ্জে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, প্লাস্টিক কারখানাটি মিটফোর্ড হাসপাতালের পাশে। ছয়তলা ভবনের এসকে টাওয়ারের দোতলায় আগুনের সূত্রপাত। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
জানা গেছে, টাওয়ারটিতে প্লাস্টিক, ক্রোকারিজ ও খেলনার দোকান রয়েছে। আগুনের সূত্রপাত প্লাস্টিক গোডাউন থেকে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কালের আলো/টিআরকে/এসআইএল