গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৩ স্কুলছাত্রের

প্রকাশিতঃ 4:03 pm | November 08, 2021

কালের আলো সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা তিনজনই বন্ধু। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সোমবার (৮ নভেম্বর) সকালে ঘাটাইল-ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো— ধলাপাড়া ইউনিয়নের বড়মেধার গ্রামের শাহজালালের ছেলে আবুবকর (১৬), রমজান আলীর ছেলে সায়েম (১৬) ও সমির আলীর ছেলে শরীফ (১৬)। তারা ধলাপাড়া এস ইউপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার জানান, সকাল ১০টার দিকে বিদ্যালয়ের টিফিনের সময় তারা ইউনিয়ন পরিষদে যাচ্ছিল। যাবার সময় ঘাটাইল সাগরদীঘি সড়কের ভূইয়াবাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিন আরোহীর মৃত্যু হয়।

কালের আলো/টিআরকে/এসআইএল