গাংনীতে নির্বাচনী সহিংসতায় দুই ভাই নিহত

প্রকাশিতঃ 2:54 pm | November 08, 2021

কালের আলো সংবাদদাতা:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামে নির্বাচনী সহিংসতায় দুই ভাই নিহত এবং আহত হয়েছেন আরও ২০ জন।

সোমবার (০৮ নভেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধলা গ্রামের জাহারুল ইসলাম (৫৭) ও সাহাদুল ইসলাম (৫৫)। নিহত দু’জনই ইউপি মেম্বার প্রার্থী আজমাইন হোসেন টুটুলের ভাই।

ইউপি সদস্য প্রার্থী আজমাইন হোসেন টুটুল জানান, গ্রামের মধ্যে ভোট চাইতে গেলে প্রতিপক্ষ প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে তার সহযোগিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এ সময় তারা আমার চাচাতো দুইভাইকে কুপিয়ে হত্যা করে তারা। প্রাণ বাঁচাতে দৌড়ে পার্শবর্তী একটি বাড়িতে আশ্রয় নেন বলে জানান তিনি।

পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে। কয়েকবছর আগে আমার ছোটভাই নইলুকে কুপিয়ে হত্যা করে আতিয়ার রহমানের সহযোগিরা। সেই মামলা আদালতে বিচারাধীন রয়েছে, জানান টুটুল।

এ বিষয়ে বক্তব্য জানতে আতিয়ার রহমানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রহমান জানান, সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল