মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত

প্রকাশিতঃ 4:55 pm | November 07, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

মেক্সিকো কেন্দ্রীয় শহর সিটি-পুয়েবলার সাথে সংযোগকারী হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (৬ নভেম্বর) এই সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে মধ্যাঞ্চলীয় শহর পুয়েবলার সংযোগ স্থাপনকারী মহাসড়কে শনিবার দুপুরের দিকে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, মেক্সিকো সিটি-পুয়েবলা মহাসড়কের একটি টোল বুথে টোল দেওয়ার জন্য বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে একটি কার্গো ট্রাক সজোরে গাড়িগুলোকে ধাক্কা দেয়। এ সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কার্গো ট্রাকের ড্রাইভারও রয়েছেন।

এ দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশ বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি বিভাগের কর্মীরা।

কালের আলো/টিআরকে/এসআইএল