আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ‘ইউনিভার্স বস’
প্রকাশিতঃ 6:27 pm | November 06, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ‘ইউনিভার্স বস’। চলতি টি২০ বিশ্বকাপের আসরেই ক্রিকেটকে বিদায় জানিয়েদিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার ক্রিস গেইল। বিশ্বকাপের আগেই জানা গিয়েছিল এটাই তাঁর শেষ বিশ্বকাপ।
শনিবার (৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেন তিনি। আউট হয়ে মাঠ থেকে বেরোনোর সময় সাইডলাইনে দাড়িয়ে ছিলেন সতীর্থরা। তাঁদের সাথে শেষ বেলাতেও খুনসুটি করে মাঠ ছাড়লেন গেইল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে ৩৩ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ৬৩টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০০০ সালের মার্চ থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১০৩টি টেস্ট খেলে ১৫টি সেঞ্চুরি ৩৭টি ফিফটির সাহায্যে ৭ হাজার ২১৪ রান সংগ্রহ করেন গেইল।
১৯৯৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত ৩০১টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৫টি সেঞ্চুরি আর ৫৪টি ফিফটির সাহায্যে করেছেন ১০ হাজার ৪৮০ রান।
আর ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ৬ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭৮ ম্যাচে অংশ নিয়ে ২টি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে গেইলের সংগ্রহ ১ হাজার ৮৮৪ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮২ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ১৯ হাজার ৫৭৮ রান সংগ্রহ করেন গেইল। ক্যারিবীয় দলের হয়ে ৪৩০ ম্যাচে সবচেয়ে বেশি ২২ হাজার ৩৫৮ রান করেন ব্রায়ান লারা। ৪৫৪ দ্বিতীয় সর্বোচ্চ ২০ হাজার ৯৮৮ রান করেন শিবনারায়ন চন্দরপল।
কালের আলো/টিআরকে/এসআইএল