রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

প্রকাশিতঃ 10:39 am | October 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার সকাল সাড়ে ৭ টায় রাজধানীর শ্যামলী-কল্যাণপুর সড়কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

কালো পতাকা মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, বহুল আলোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয় ১০ অক্টোবর। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তার প্রতিবাদে এই কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

কালের আলো/ওএইচ