মেয়র আইভী অসুস্থ, সিসিইউতে ভর্তি

প্রকাশিতঃ 6:21 pm | January 18, 2018

কালের আলো রিপোর্ট: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অধ্যাপক ডা. বরেন চক্রবর্তীর অধীনে আইভীকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে। এখন ইসিজিসহ কার্ডিয়াক সমস্যার যাবতীয় পরীক্ষা-নিরিক্ষা করা হচ্ছে।

মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ৩টার কিছু আগে মেয়র নগরভবনে কার্যালয়ে আসেন।

তিনি জানান, কার্যালয়ে আসার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন আইভী। কথা বলতে পারছিলেন না। একপর্যায়ে তিনি বমি করেন। চিকিৎসক ডাকা হয়।

পরে তাকে পরীক্ষা তার রক্তচাপ অনেক কমে গেছে বলে জানান চিকিৎসক।

এরপর মেয়র আইভী নড়াচড়া ও কথাবার্তা বলতে না পারায় সদর হাসপাতাল থেকে আরও চিকিৎসক আনা হয়। তারা সবাই পরীক্ষা করে তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

পরে বিকেল সোয়া ৪টার দিকে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালের উদ্দেশে পাঠানো হয় বলে জানান মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন।