ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিতঃ 9:17 pm | September 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে স্থানীয় ফাতেমা নগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের পাওয়ার কারের সাত থেকে আটি চাকা লাইনচ্যুত হয়। পরে আরও দু’টি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।

উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হবে বলেও জানান তিনি।

কালের আলো/ওএইচ