ভাঙা পায়ে স্ক্রেচে ভর দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছাত্রনেতা অনির
প্রকাশিতঃ 9:49 am | January 04, 2021

কালের আলো প্রতিবেদকঃ
ময়মনসিংহে র্যালি আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের অয়োজনে নগরীর নতুন বাজার থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগরীর নতুন বাজার এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি। র্যালি শেষে ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে সোনালী ইতিহাস। বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশের সকল ক্লান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে। তাই ছাত্র রাজনীতির পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগ নেতা মাহমুদ শাহরিয়ার মিশু, শাহীন আলম, উবায়েদ উল্লাহ, জাহাঙ্গীর, অনিক, সোহান রহমান, রিফাত, মোস্তফা কামাল, প্রিন্স ও প্রমুখ।

কালের আলো/এএ/এনএল