ময়মনসিংহে বোনকে নিয়ে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা
প্রকাশিতঃ 9:30 pm | August 18, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের হালুয়াঘাটে ফেসবুকে বাজে কমেন্টের প্রতিবাদ করায় নাসি আল নাজরান (১৮) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ আগস্ট) রাত ৮টায় নাজরানকে পিটিয়ে জখম করা হয়। শনিবার (১৮ আগস্ট) সকালে নাজরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাজরান হরিপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করতেন। তার বাড়ি হালুয়াঘাট উত্তর বাজার এলাকায়।
এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটকেরা হলেন- সিয়াম, সোলায়মান, হিমেল ও অয়ন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সুমন নামের এক যুবক নাজরানের খালাতো বোনকে উদ্দেশ্য করে বাজে কমেন্ট করে। এর প্রতিবাদ করায় শুক্রবার রাতে মিশন স্কুল রোড এলাকায় নাজরানকে পিটিয়ে জখম করা হয়। এরপর নাজরানকে শনিবার সকালে মমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালের আলো/ওএইচ