শেখ মো. আবদুল্লাহ মৃত্যুতে মোসলেম উদ্দিন এমপি’র শোক
প্রকাশিতঃ 5:12 pm | June 14, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর শেখ মো. আবদুল্লাহ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ মোসলেম উদ্দিন।
এক শোকবার্তায় এমপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, তিনি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর শেখ মাে. আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ধর্মভিত্তিক দলসমূহের সম্পর্কোন্নয়নেনগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
কালের আলো/ওএইচ