প্রধানমন্ত্রী দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিতঃ 12:12 pm | October 05, 2019

কালের আলো প্রতিবেদক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করছে সরকার। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এ দেশ অনেক আগেই মালেশিয়া ও সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতো।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া ডিসি ইকোপার্কের ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নীলকুঠি চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সেই রাজাকার, আল বদর, আল শামস, স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়েছিলেন জিয়াউর রহমান। আজকে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স অবলম্বন করেছেন। ক্যাসিনো ব্যবসা লোকমান সাহেব করেছেন যার ভাগ পায় তারেক জিয়া। বিএনপির আমলেই এই ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছিল। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন শেখ হাসিনা।

ঐতিহাসিক ভাটপাড়া নীলকুঠির উন্নয়নের বিষয়ে তিনি বলেন, একটা পরিত্যক্ত ভূতুড়ে জায়গা আর মাদকের আখড়া ছিল। যা এখন উন্নয়নের আলোয় আলোকিত। শেখ হাসিনার আন্তরিক উন্নয়ন চিন্তার কারণেই সারাদেশের এমন জায়গায় আলো ছড়ানোর ব্যবস্থা করা হয়েছে। ভাটপাড়া ডিসি ইকোপার্ক অচিরেই হবে আধুনিক মানের একটি পর্যটন কেন্দ্র।

তিনি আরো বলেন, বাংলাদেশের একটি এলাকার নামই আছে বঙ্গবন্ধুর নামে সেটি আমাদের মুজিবনগর। ফলে এর গুরুত্ব সরকারের কাছে অনেক বেশি। ভাটপাড়ার উন্নয়ন হবে, উন্নয়ন হবে মুজিবনগরের, উন্নয়ন হবে মেহেরপুর জেলার সব এলাকায়।

সভায় মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা অওায়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

কালের আলো/এনআর/এমএম