মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব
প্রকাশিতঃ 10:46 pm | September 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী এবং তার স্ত্রী আশফা হক লোপার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) তাদের ব্যাংক হিসাব তলব করা হয় বলে বিএফআইইউর নির্ভযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের সব হিসাব অনুসন্ধানের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে তথ্য চাওয়া হয়েছে।
বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, তাদের নামে বর্তমানে বা এর আগে ব্যাংকে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে তার যাবতীয় তথ্য হার্ডকপি (কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফরম, কেওয়াইসি, হালনাগাদ লেনদেন বিবরণী) সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।
চিঠিতে তার এবং তার স্ত্রীর ইটিআইএন, পাসপোর্ট নম্বর, স্মার্টকার্ড নম্বর উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মাহী বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি বদরোদ্দোজা চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে জাতীয় সংসদের সদস্য।
কালের আলো/এনআর/এমএম