মশার ওষুধ ইস্যুতে স্থানীয় সরকারের সচিবকে তলব

প্রকাশিতঃ 2:08 pm | August 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মশার ওষুধ আনতে গড়িমসি করায় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদকে তলব করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার(১ আগস্ট) দুপুর ২টায় তাকে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আজ এ আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৪ জুলাই হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন।

কালের আলো/এআর/এমএম