উত্তরায় বিমান দুর্ঘটনা, পাকিস্তানি অভিনেত্রীর শোক
প্রকাশিতঃ 7:24 pm | July 23, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ৩১ জন নিহত হয়েছে। দেড় শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তান অভিনেত্রী ইয়ুমনা জায়েদি।
বুধবার (২৩ জুলাই) অভিনেত্রী এক শোকবার্তায় লিখেছেন, ‘এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।’
পোস্টের সঙ্গে তিনি জুড়ে দেন একটি ভালোবাসার ইমোজি এবং বাংলাদেশের পতাকার ইমোজি। অভিনেত্রী ইয়ুমনার পাশাপাশি বেশ কয়েকজন পাকিস্তানি তারকা উত্তরার দুর্ঘটনায় শোক ও সমদেননা প্রকাশ করেছেন।
দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসে।
কালের আলো/এএএন